Monday, January 17, 2022
Home ছড়া-কবিতা শরৎ আসে, হামিদা আনজুমান

শরৎ আসে, হামিদা আনজুমান

শরৎ আসে
হামিদা আনজুমান

শরৎ আসে শুভ্র হাসি শাপলা ফোটা পথে
অরুণ কিরণ রাঙা পায়ে কাশ ফুলেদের রথে।

শিউলি তলে জাফরাণী ঢেউ শিশির বিন্দু দুলে
শরৎশশি জোছনা বিলায় প্রণয় খোপা খুলে।

সেই প্রণয়ে ডাক দিয়ে যায় মনের গহীন কোণে
শারদনিশি ঘুম কেড়ে নেয় মিষ্টি স্বপন বোনে।

পা দুখানি ধুইয়ে দিতে ডাকে স্বচ্ছ ভোর
চরণ বাড়াই শালুক বিলে খুলে দিয়ে দোর।

পদ্ম হাসে, পাতার পরে জলঢোরা সাপ খেলে
ঝিলের জলে বালিহাঁসের ছানা ডানা মেলে।

ভাদর মাসের নদীর জলে রুপালি ঝিকমিক
আলোর স্রোতে ভাসিয়ে নিতে শরৎ আসে ঠিক।

হামিদা আনজুমান
সহকারী অধ্যাপক
নরসিংদী সরকারি কলেজ

সম্পর্কিত আর্টিকেল

নিমন্ত্রণ, এম. এ. শিকদার

নিমন্ত্রণ এম. এ. শিকদার চল্ রে খোকা চল্ রে খুকি আমার সাথে চল, ঐ যে দ্যাখ না— ফল বাগানে! আছে অনেক ফল। লিচু আছে কাঠাল আছে আরো আছে আম, ইচ্ছে মতো পারবি...

ইচ্ছে করে, মিজানুর রহমান

ইচ্ছে করে মিজানুর রহমান ইচ্ছে করে ঘুড়ির মতো আকাশপানে উড়তে রাখাল হয়ে সবুজ বনে মন শুধু চায় ঘুরতে। পাখির মতো মুক্তমনা অবুঝ মনের চাওয়া কিচিরমিচির ভোরবেলাতে গানের কলি গাওয়া। হঠাৎ আবার ইচ্ছে জাগে হতে মাঠের...

বিজ্ঞাপন

লেখা আহবান

সর্বশেষ প্রকাশিত

শরৎ আসে, হামিদা আনজুমান

শরৎ আসে হামিদা আনজুমান শরৎ আসে শুভ্র হাসি শাপলা ফোটা পথে অরুণ কিরণ রাঙা পায়ে কাশ ফুলেদের রথে। শিউলি তলে জাফরাণী ঢেউ শিশির বিন্দু দুলে শরৎশশি জোছনা বিলায় প্রণয়...

নিমন্ত্রণ, এম. এ. শিকদার

নিমন্ত্রণ এম. এ. শিকদার চল্ রে খোকা চল্ রে খুকি আমার সাথে চল, ঐ যে দ্যাখ না— ফল বাগানে! আছে অনেক ফল। লিচু আছে কাঠাল আছে আরো আছে আম, ইচ্ছে মতো পারবি...

ইচ্ছে করে, মিজানুর রহমান

ইচ্ছে করে মিজানুর রহমান ইচ্ছে করে ঘুড়ির মতো আকাশপানে উড়তে রাখাল হয়ে সবুজ বনে মন শুধু চায় ঘুরতে। পাখির মতো মুক্তমনা অবুঝ মনের চাওয়া কিচিরমিচির ভোরবেলাতে গানের কলি গাওয়া। হঠাৎ আবার ইচ্ছে জাগে হতে মাঠের...

ছোটগল্প | অনাকাঙ্খিত( ০১) সাঈদুর রহমান লিটন 

অনাকাঙ্খিত( ০১) সাঈদুর রহমান লিটন  সাঈদুরমান লিটন শীতের সকালে  রফিক, ইস্রাফিল, ওবায়দুর, শিল্পীর  সাথে আরো দুই একজন আছে। ওরা প্রাইভেট পড়তে সুবাস স্যারের বাড়ি যাচ্ছে। রফিক বলল, স্যারের...